প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৯:১১ পূর্বাহ্ণ
বিআরটিএ-চট্টগ্রামের রোড শো” সম্পন্ন
"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্যে বিগত ২২ অক্টোবর "জাতীয় নিরাপদ সড়ক দিবস" উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিসি, নিরাপদ সড়ক চাই-এর নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর নেতৃবৃন্দ, বিএনসিসি, জেলা রোভার স্কাউট, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ২২ অক্টোবর হতে আজ ১২ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলা ও মহানগরের মোট ০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয় এবং চট্টগ্রাম মহানগরের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে "রোড শো" সম্পন্ন করা হয় ।
উল্লেখ্য প্রতিটি রোড শো-তে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক, মালিক, যাত্রী, পথচারী ও অভিভাবকদেরকে ভিন্ন-ভিন্ন লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় ।
এছাড়াও মোট ০৮ দিনব্যাপী চট্টগ্রাম মহানগর জুড়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত মাইকিং করা হয় । প্রত্যেকটি কর্মসূচিতে বিআরটিএ'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন যথাক্রমে (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাসুদ আলম ,উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী,
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি , শ্রমিক নেতা আনোয়ার হোসেন, মইনুল ইসলাম তাপসসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.