বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ¦ শাহজাহান চৌধুরী বলেছেন, কোরআনের অনুগত হতে হলে নবী করীম (সা.) এর সীরাতের ওপর আমাদের আসতে হবে। তিনি যে ভাবে কোরআনকে মেনে চলেছেন সেভাবে আমাদেরকে মানতে হবে। কারণ, কোরআনের বাস্তব নমুনা ছিলেন তিনি। এ জন্য উলামায়ে কেরাম বলেন, আমাদের সামনে যে কোরআন আছে, তা হলো থিউরিকেল কোরআন। আর নবী করীম (সা.) ছিলেন বাস্তব কোরআন। নবী করীম (সা.) উম্মতকে শিক্ষা-দীক্ষা বিভিন্ন পদ্ধতিতে দিয়েছেন। কখনো কাজের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আর কখনো বা কথা ও আচরনের মাধ্যমে। সুতরাং কোরআনকে মেনে চলতে হলে সীরাত চর্চা করতে হবে।
রবিবার পতেঙ্গা থানাধীন পূর্ব কাটগড় ও মাইজপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে নুরজাহান কমিউনিটি সেন্টারে বিশাল সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পতেঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদালয়ের প্রফেসর ড. বি. এম. মফিজুর রহমান আল-আযহারী, প্রধান বক্তা ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ ক্বারী মাওলানা জাকির হুসাইন, বিশেষ আলোচক ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. নাহার সাঈম, বংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদের সভাপতি ও জেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম তওহীদি।
বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ ইউসুফের পরিচালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা বেলাল হাসান, মাওলানা মো. ইউসুফ, মো. ইমরান ও ডাক্তার মাহবুবুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.