চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারে প্রদর্শিত তালিকার চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় মেসার্স আসিফ ট্রেডার্সসহ তিনটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরি চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।
আনিছুর রহমান জানান, আজ রিয়াজ উদ্দীন বাজারের পাইকারী আলুর বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় ধরা পড়ে নানা অনিয়ম। যেখানে টাঙানো মূল্য তালিকায় পাইকারীতে প্রতি কেজি আলুর দাম ৫৮ টাকা দেখানো হলেও, প্রকৃতপক্ষে আলুর কেজি বিক্রি করা হচ্ছে ৬০ টাকা করে। এমন অনিয়মের অভিযোগে মেসার্স আসিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া হালনাগাদ সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে ৬ হাজার টাকা, মেসার্স আকবর ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তাধিকারের কর্মকর্তারা। অভিযানে ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.