খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মিটন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
আজ রোববার দুপুরে উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে এই ঘটনা ঘটে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা।
খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, দুপুরের পর পানছড়িতে একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হন। হত্যার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে ইউপিডিএফ।
মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন। তিনি জেলার দীঘিনালার উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।
পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন,’হত্যাকাণ্ডের বিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য পাইনি’।
এর আগে ৩০ অক্টোবর পানছড়ির লতিবান ইউনিয়নে দুবৃর্ত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী মারা যায়। ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে দায়ী করে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.