মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৭৮ বছর বয়সী ট্রাম্প, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি পেয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। যদিও আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, তবে অনানুষ্ঠানিক ফলাফলে তার বিজয় নিশ্চিত।
জয়ের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমেরিকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘এই বিজয় শুধু আমার নয়, এটি আমেরিকার জনগণের বিজয়। আপনাদের সমর্থন ও আস্থা আমাকে এই যাত্রায় এগিয়ে নিয়ে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকাকে শীর্ষে নিয়ে আসব এবং আমাদের দেশকে শক্তিশালী ও সমৃদ্ধ করব।’
এদিকে, ট্রাম্পের বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
মোদি তার পোস্টে ট্রাম্পের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে লিখেন, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আশা করি, আপনার আগের মেয়াদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারত্বকে আরও জোরদার হবে। আমাদের পারস্পরিক সহযোগিতার সেই ধারা ফিরিয়ে আনার জন্য আমি অপেক্ষা করে আছি। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।’
এ ছাড়াও বিজয় ভাষণে ট্রাম্প বিদেশনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে ‘আমেরিকান প্রাধান্য’ প্রতিষ্ঠার কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের অর্থনীতি এখন আরও শক্তিশালী হবে এবং আমরা আমাদের বন্ধুদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করব।”
ভাষণের শেষে, ট্রাম্প তার সমর্থকদের ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের আশা পূরণের জন্য কঠোর পরিশ্রম করবেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.