চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়ক এলাকায় আবারো ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।
সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ফৌজদারহাট আইএইচটি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন শতাধিক শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে উঠে তাঁদের ছয় দফা দাবিতে একটি প্রতিবাদ সভা করেন।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারী টেকনোলজিদের দশম গ্রেড ও স্নাতক ডিগ্রিধারী টেকনোলজিস্টদের নবম গ্রেড দেওয়া, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা ও মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স প্রদান।
সরেজমিনে দেখা যায়, প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে শিক্ষার্থীরা ব্যানার–ফেস্টুন নিয়ে মহাসড়কে অবস্থান নেন। শুরুতে তাঁরা মিছিল করতে থাকেন। পরে তাঁরা একটি সভা করেন। এ সময় তাঁদের দাবির সমর্থনে বক্তব্য দেন। ফলে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট লেগে যায়।
ফৌজদারহাট আইএইচটির অধ্যক্ষ নূপুর কান্তি দাস বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে তাঁদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে একটি মিছিল বের করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে উঠে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেন তারা।