প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ
খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর-আগুন
খুলনার ডাকবাংলো মোড়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর সন্ধ্যায়) এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী দোকানপাট বন্ধ হয়ে যায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, “বিক্ষুব্ধ একটি পক্ষ সন্ধ্যা ৬টার দিকে মিছিল সহকারে এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের ভেতর থেকে দুটি প্লাস্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করে।”
তিনি আরও বলেন, “আক্রমণকারীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।”
খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “উত্তেজিত একটি পক্ষ জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন বলে আমরা খবর পেয়েছি। এগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।”
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধরা মিছিল সহকারে ডাকবাংলো মোড়ে আসেন, এ সময়ে ওই মিছিলকারীদের বেশ উত্তেজিত দেখা যায়। তারা ডাকবাংলো মোড় পার হয়ে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলেন। পরে কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এরপর ভাঙাচোরা মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.