রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বহুতল ভবনের পঞ্চম তলার বাইরের দিক থেকে জানালা দিয়ে মোবাইল ফোন চুরি করে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে নুর হোসেন নুরা (২৩) নামের এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (২ নভেম্বর) ভোরের দিকে কামরাঙ্গীরচরে নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভোরের দিকে বহুতল আবাসিক ভবনটির পঞ্চম তলার গ্রিলের ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল ফোন চুরি করেন নুর হোসেন নুরা। সেখানে থেকে নামার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই জাহিদ।
রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা নুর হোসেন নুরার বিরুদ্ধে ছিনতাই ও চুরির একাধিক অভিযোগ রয়েছে বলে জানান তিনি।