মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মঞ্চে চলমান নাটকীয়তার শেষ নেই। চূড়ান্ত ভোটগ্রহণে আর মাত্র দুদিন বাকি, আর এই দুই দিনে কেউই জানেন না পর্দার অন্তিম দৃশ্য কীভাবে রচনা হবে। জনমত জরিপে সামান্য এগিয়ে থাকা কমলা হ্যারিস আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে শ্বাসরুদ্ধকর প্রচারণা যুদ্ধ।
এদিকে, ইতিহাসে বিখ্যাত ও রহস্যময় জ্যোতিষী অ্যালান লিচম্যান, যাকে অনেকেই ‘নস্ত্রাদামুস’ বলে ডাকেন, নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন। ১৯৮৪ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিটি ফলাফল অব্যর্থভাবে পূর্বাভাস করেছেন এই জ্যোতিষী, ব্যতিক্রম ছিল মাত্র একবার! এবারও তার ঘোষণা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সর্বত্র।
‘আগামী মঙ্গলবার রাত, মার্কিন রাজনীতির নতুন অধ্যায়’ এমনই বলেছেন লিচম্যান। ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেন, আসন্ন রাতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন কমলা হ্যারিস। নাটকীয়তার এই মুহূর্তে লিচম্যানের ভবিষ্যদ্বাণী যেন এক চমক। তার ১১টি গোপন সূচকের মধ্যে ৮টিই না কি কমলা হ্যারিসের পক্ষে কথা বলছে!
২০১৬ সালে যখন হিলারি ক্লিনটনকে এগিয়ে দেখাচ্ছিল জনমত জরিপ, তখনো লিচম্যান একাই বলেছিলেন যে ট্রাম্প জয়ী হবেন। তার সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। আবার ২০২০ সালে লিচম্যানের কথা অনুযায়ী জো বাইডেন নির্বাচিত হন। এবারও তিনি বলছেন, ‘আমার দেওয়া পূর্বাভাসে কোনো পরিবর্তন হয়নি; ইতিহাস পুনরায় হ্যারিসের দিকে এগিয়ে যাচ্ছে।’
শেষমেশ কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? কমলার দিকে লিচম্যানের পূর্বাভাস যাত্রাপথে সত্যি হলে ইতিহাস রচিত হবে নতুন অধ্যায়ে। কিন্তু আমেরিকার এই নাটকীয় মঞ্চে শেষমুহূর্তে কোনো অপ্রত্যাশিত মোড় আসবে কি না, তা দেখার জন্য এখন দমবন্ধ অপেক্ষায় গোটা বিশ্ব।
এদিকে সর্বশেষ এক জরিপ বলছে, কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনো ১ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। খবরটি নিশ্চিত করেছে বিবিসি ও সিএনএন।
জানা যায়, অক্টোবরে রয়টার্স এবং ইপসোসের করা যৌথ জরিপে দেখা গেছে, নারী-পুরুষ ভেদে ভোটারদের কাছে কমলা ও ট্রাম্পের সমর্থন আলাদা। নারী ভোটারদের সমর্থনের দিক থেকে কমলা ১২ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। আর পুরুষ সমর্থকদের জায়গা থেকে ট্রাম্পের সমর্থন কমলার চেয়ে ৭ শতাংশ বেশি।
সর্বশেষ এক নির্বাচনী জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনো এক পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপে ৪৮ শতাংশ ভোটার কমলা ও ৪৭ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন।
যদি কমলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বদলে যাবে মার্কিন ইতিহাস। ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট পাবে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশটির জনগণ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.