কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের সঙ্গে নালা নির্মাণকাজে ব্যবহৃত এক্সকেভেটরের ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দোহাজারী স্টেশনে গিয়ে ইঞ্জিন পাল্টাতে হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর জান আলীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম। তিনি বলেন, নগরীর জান আলীর হাট এলাকায় রাস্তার কাজে নিয়োজিত একটি এক্সকেভেটরের সঙ্গে পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। পরে আরেকটি ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, জান আলীর হাট এলাকায় একটি এক্সকেভেটরের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের স্টেশনে গিয়ে ইঞ্জিন পাল্টে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.