চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুধর্মের ইসকনের গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় মামলা দায়েরকারী বাদি ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার (পহেলা নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা শাখার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছেও।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুধর্মের ইসকনের গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮) কে প্রধান আসামি করে ১৯ জনের নামে এবং ১৫-২০ জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা করেন এই বিএনপি নেতা মো. ফিরোজ খান (৪৯)। তাঁর বাড়ি নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরায়।
মামলায় পেনাল কোডের ১২০ খ ধারা মোতাবেক অপরাধ ও ষড়মূলক শাস্তি, ১২৪ ক ধারামতে রাষ্ট্রদ্রোহ, ১৫৩ ধারা মতে দাঙ্গার জন্য উত্তেজনা দান ও ১০৯ মতে প্ররোচনার অভিযোগ আনা হয়।
এ বিষয়ে জানতে অব্যাহতি পাওয়া বিএনপি নেতা ফিরোজ খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.