কক্সবাজারের চকরিয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ পিতার বিরুদ্ধে।এ ঘটনায় সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পিতা জাফর আলমকে পৌর সদরের সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর মা জানান, গত চার বছর আগে টেকনাফ উপজেলার বাসিন্দা জাফর আলমের সাথে আমার বিয়ে হয়। এটি দুজনের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর নতুন আগের ঘরের মেয়েসহ নতুন স্বামীর সাথে সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছি। আমি বিভিন্ন কাজে ঘরের বাইরে গেলে জাফর আমার মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে। গত শনিবার আমি ঘরে না থাকার সুযোগে স্বামী জাফর আলম আমার মেয়েকে ধর্ষণ করে।
বিষয়টি আমাকে জানালে মেয়েকে নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করাই। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। বিষয়টি জানার পর জাফর আলম ওইদিন পালিয়ে যায়।
তিনি আরও জানান, গতকাল সোমবার রাতে জাফর আলমকে বাসায় আসতে বললেও আসতে চাচ্ছে না। তার মোবাইলে এক হাজার টাকা বিকাশ করে কৌশলে বাসায় এনে থানা পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে জাফর আলমকে পাকড়াও করে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সৎ-বাবা জাফর আলম আটক করা হয়েছে। ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.