জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিনের ১৯টি সিনেমা। ২০২১ সাল থেকে নেটফ্লিক্সে ফিলিস্তিনের ৩২টি সিনেমা প্রচারিত হয়ে আসছিল। বিতর্ক শুরু হলে সেখান থেকে ১৯টি সিনেমা সরিয়ে নেওয়ায় কারণ ব্যাখ্যা করলো নেটফ্লিক্স। খবর দ্যা জেরুজালেম পোস্টের।
এর আগে ১৯টি ফিলিস্তিনিদের সিনেমা সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ঘোষণার পর থেকেই এটি জনমনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।
বিষয়টি নিয়ে সান ফ্রান্সিসকো ভিত্তিক সংস্থা ফ্রিডম ফরওয়ার্ড ছবিগুলো সরানোর কারণ কী তার জবাব চায়। প্রতিবাদ জানিয়ে পিটিশনসহ একটি খোলা চিঠি দিয়ে আন্তর্জাতিক এই স্ট্রিমিং প্লাটফর্মটির কাছে ব্যাখ্যা চায় প্রতিষ্ঠানটি।
ফ্রিডম ফরওয়ার্ড চিঠিতে উল্লেখ করে, ‘‘ফিলিস্তিনি নির্মাতাদের নির্মিত এবং ফিলিস্তিনের জনগোষ্ঠীর কথা উঠে এসেছে এমন সিনেমাগুলো কেন সরানো হল, তার ব্যাখ্যা চাই আমরা।’’ এর জবাবে নেটিফ্লিক্স জানায়, ‘‘আমরা ২০২১ সালে তিন বছরের জন্য ফিল্মের এই লাইসেন্স সংগ্রহটি চালু করেছি। সেই লাইসেন্সগুলোর এখন মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা আমাদের সারা বিশ্বের দর্শকদের চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের মানসম্পন্ন ফিল্ম নিয়ে কাজ করছি।’’
পরবর্তীতে ফ্রিডম ফরওয়ার্ড ফিলিস্তিনিদের গল্পগুলো বিশ্বের সবার সঙ্গে শেয়ার করার জন্য নেটফ্লিক্সকে আহ্বান জানান।
উল্লেখ্য, ‘‘ডিভাইন ইন্টারভেনশন’’, ‘‘সল্ট অব দ্য সি’’, ‘‘৩০০০ নাইটস’’সহ ফিলিস্তিনের বেশ কিছু আলোচিত সিনেমা স্ট্রিমিং হতো নেটফ্লিক্সে। সম্প্রতি নেটফ্লিক্স থেকে সেই ছবি গুলো দেখতে না পাওয়ায় বিতর্ক শুরু হয়
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.