বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলয়াতনে ক্র্যাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ক্র্যাব নাইট’ অনুষ্ঠানে নাজমুল সাঈদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনটি ক্যাটগরিতে তিনজন রিপোর্টারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ।
টেলিভিশন বিভাগে অপরাধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে পুরস্কার পান নাজমুল সাঈদ। একই ক্যাটাগরিতে ২০২৩ সালেও সেরা হয়েছিলেন তিনি।
‘কক্সবাজারের ক্রাইম জোন’ শীর্ষক অনুসন্ধানমূলক প্রতিবেদনের এই অ্যাওয়ার্ড পান নাজমুল।
নাজমুল সাঈদ জানান, এই কাজটি করতে গিয়ে কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলা ও মামলার শিকার হয়েছিলেন তিনি। হয়েছিলেন সাইবার হামলার শিকারও।
ছাত্র অবস্থায় মেহেরপুরে সাংবাদিকতার সাথে যুক্ত হন নাজমুল সাঈদ ৷ উচ্চ শিক্ষার পাশাপাশি যুক্ত থাকেন সাংবাদিকতায়। কাজের ধারাবাহিকতায় আমাদের সময়, আমাদের অর্থনীতি, শীর্ষ নিউজ ডটকম, বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, দীপ্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, যমুনা টেলিভিশন ও বর্তমানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে।
কাজের স্বীকৃতি হিসেবে নাজমুল সাঈদ প্রথম আলো মাদকবিরোধী পুরস্কার-২০১৮, আহ্ছানীয়া মিশন মাদকবিরোধী পুরস্কার-২০২০, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩, ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩। বেস্ট আরবান রিপোর্টিং-২০২৪ অর্জন করেন। নাজমুল সাঈদ এ বছর মিনা মিডিয়া অ্যাওয়ার্ডেও সেরা ৫-এ ছিলেন।
উল্লেখ্য, এ বছর ক্র্যাব বেস্ট রিপোর্টিং-এ প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন ও অনলাইন ক্যাটগরিতে জসীম উদ্দীন পুরস্কার পান।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.