গণহত্যাকারী হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চান্দগাঁও থানা বিএনপির বিক্ষোভ মিছিল

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা তার দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৫ অক্টোবর (শুক্রবার) বিকেলে চান্দগাঁও থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ম. হামিদ এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি বহদ্দারহাট হক মার্কেট থেকে শুরু করে বাস টার্মিনাল ঘুরে বহদ্দারপুকুর এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ষোল বছর একটি ফ্যাসিস্ট, দানব সরকার হত্যা, জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। মানুষের গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়ে তারা দেশকে মগের মুল্লুকে পরিণত করেছিল। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে তারা সম্পূর্ণভাবে পঙ্গু করেছে। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে। কেউ চোখ হারিয়েছে, কেউবা হাত-পা। এখনো প্রতিনিয়ত কোটা সংস্কার আন্দোলনে আহতরা মারা যাচ্ছেন। তারা এখনো দেশকে অশান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা যদি গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পারি তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে।

মহানগর যুবদলের সহ-সভাপতি ম. হামিদ এর সভাপতিত্বে ও চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বকতেয়ার। প্রধান বক্তার বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকু, সহ-সভাপতি হাজী আইয়ুব, হাজী নিজামুল ইসলাম, আকতার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম. আবু বক্কর রাজু, জমির উদ্দিন মানিক, নুরনবী, সাজিদ হাসান রনি, ইসকান্দর হোসেন, ফরিদ আহমদ, হাজী সিরাজুল ইসলাম, মো. আলমগীর, জামাল উদ্দিন, আব্দুল নবী, দিদারুল আলম, মো. সেলিম, মো. হোসেন মাসুম, মো. ইউসুফ আলী লিটন, নাছির উদ্দিন, আব্দুল হক মাসুদ, মো. রেজওয়ান, সিরাজুল ইসলাম ইকবাল, জসিম উদ্দিন, আবু তাহের, আবুল কালাম, শফিউল্লাহ মামুন, জহুরুল ইসলাম জহির, মিনহাজ উদ্দিন সোহেল, ইসহাক জয়, শহীদুল ইসলাম, মনছুর উদ্দিন, আব্দুর রশিদ, মো. আজমল, মো. সরোয়ার, মো. ইব্রাহিম, মো. মান্নান, মো. জালাল, মো. ফারুক, মো. তৈয়ব, দেদুল বড়–য়া, সাদ্দাম হোসেন, মো. কাদের, মো. পারভেজ, সাইফুল ইসলাম, মো. জাবেদ, আব্দুল মান্নান, মো. কাইছার, মো. আবু তালেব, মো. করিম, মোক্তার হোসেন, আবদুর রহিম, মো. মুরাদ, জয়নাল আবেদীন, মো.আলাউদ্দিন, সোলাইমান, শাহ আলম, মো.মিজান, মো. রাশেদ, নিজাম, মো. ইউসুফ, ইমন, সাফায়াত হোসেন সোহান, আলাউদ্দিন সাকিব, মো. ফরহাদ, জিসান প্রমুখ।