খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি বাজার থেকে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় আব্দুস সালাম বলেন, মৃত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। গত দুই সপ্তাহ ধরে তাকে বেলছড়ি বাজার ও আশপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে। দুপুরে স্থানীয় ব্যবসায়ী হারুন যাত্রী ছাউনির পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মাটিরাঙা থানার ওসি (তদন্ত) মো. শরীফ জানান, খবর পেয়ে থানা পুলিশ বেলছড়ি বাজার থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ সংরক্ষণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.