ছাত্রলীগকে নিষিদ্ধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে থেকে আনন্দমিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় তারা মিছিলে ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ প্রভৃতি স্লোগান দেন।
এসময় চবির শিক্ষার্থীরা বলেন, আজকে আমরা অনেক বেশি খুশি। কারণ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। ছাত্র আন্দোলনে তারা নির্বিচারে মানুষ মেরেছে। আমরা চাই সারা দেশ থেকে ছাত্রলীগ ও তার দোসরদের সমূলে উৎখাত হোক। আজকে দেশের সব মিষ্টি শেষ হয়ে যাক, তবুও আনন্দ শেষ না হোক।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.