জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। বুধবার মাহবুবাকে সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে গত ১২ সেপ্টেম্বর ওএসডি করা হয়। এরপর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পদটি খালি ছিল। এক মাস ১১ দিন পর নতুন সচিব পেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ঢাকার বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.