ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ২৪ কোটি টাকা খেলাপী ঋণ পরিশোধ না করায় মের্সাস এম এম ট্রেডিং এর সত্বাধিকারী ৪ সহোদর মো: মোক্তার, মো: ইব্রাহিম, মো: আসলাম, মো: আসিফ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান ।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
ইস্টার্ন ব্যাংক লিঃ, আগ্রাবাদ শাখার দায়েরকৃত অর্থঋণ মামলা নং-০৬/২০১৫ । ডিক্রিকৃত সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে ডিক্রিদার বরাবরে পরিশোধের জন্য দায়িকগণকে নির্দেশ দেওয়া হলেও দায়িকগণ তা পরিশোদ না করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি জজ ( যুগ্ন জেলা জজ) মুজাহিদুর রহমান ।