সোমবার (২১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে পৌরসভার বৈদ্যঘোনা এসএ ক্যাং জাদিরাম পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- উজ্জল দাশ (২৮), উৎপল দে (২৯), বিধান ধর (৩০) এবং অন্তর রুদ্র (২২)। তারা কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়ার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি কিরিচ, ৩টি ছুরি, লাঠি, রশি এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়। তারা স্বীকার করেছে- পর্যটকদের লক্ষ্য করে ছিনতাই এবং মুক্তিপণ আদায়সহ ভিকটিমদের বৈদ্যঘোনা জাদিরাম পাহাড়ে নিয়ে গিয়ে নির্যাতন করে মুক্তিপণ দাবি করতো।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.