মধ্যপ্রাচ্যে ইরানের হাত গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। লেবানন থেকে গাজা, বিভিন্ন অঞ্চলে ইরানের মিত্রদের শেষ করে দিচ্ছে তেলআবিব। আপাতত ইরানে প্রতিশোধমূলক হামলা না চালালেও ইসরায়েলি হামলায় একের পর এক বন্ধু হারাচ্ছে তেহরান।
তবে মিত্রদের হারিয়ে শোক কাটানোর আগেই তেহরানের মুখে হাসি ফোটাল রাশিয়া। ইরানের কোনো পরমাণু স্থাপনায় হামলার আগে ভেবে দেখবার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণায়ের বরাতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করেছে রাশিয়া। এমতাবস্থায় ইরানের ওপর হামলা হলে রাশিয়াও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। তাই আগেভাগে ইসরায়েলকে হুমকি দিয়ে রাখল রাশিয়া। এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হুসেইন সালামি দেশটির বিরুদ্ধে যেকোনো হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি জানান, কোনো স্থাপনায় হামলা হলে একইভাবে ইসরায়েলের স্থাপনায় হামলা চালানো হবে। তার দেশ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে সক্ষম বলেও জানান সালামি।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.