প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ‘চায়ের আমন্ত্রণে’ ডাক পাওয়া ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান বিচারপতির ‘চায়ের আমন্ত্রণে’ দুপুর পর্যন্ত ছয়জন বিচারপতি হাজির হয়েছেন।
তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
এর আগে সকালে ১২ জন বিচারপতিকে ‘চায়ের আমন্ত্রণ’ জানান প্রধান বিচারপতি। ওই ১২ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা কমপক্ষে ৩০ জন বিচারপতির পদত্যাগ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
তারা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০ জনের নাম ও অভিযোগ সম্বলিত তালিকাও জমা দিয়েছেন।
জানা গেছে, ওই তালিকা থেকেই ১২ জন বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
সূত্র : বিবিসি
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.