চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। এসময় তার শরীর ছিন্ন বিছিন্ন হয়ে যায়।
মারা যাওয়া ঐ নারী নাম জাহানার বেগম (৫৭)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানাধীন শংগরপুর এলাকার শেহের আলী স্ত্রী। থাকতেন নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকার মাসুর রাজার কলোনীতে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের এসপি শেখ শরিফুল ইসলাম জানান, ঐ নারী আমবাগান এলাকার আশপাশে থাকতেন। তিনি তার গন্তব্যে হেঁটে যাচ্ছিন; ঐ সময়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধারে কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.