সরকারি মাধ্যমে ২০২৫ সালের হজযাত্রীদের হজ গাইড নিয়োগের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে।
পত্রে বলা হয়েছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষ্যে আবেদনের সময় আগামী ২০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তিরা শুধু হজ পোর্টালে www.hajj.gov.bd /hajjguide লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
এতে আরও বলা হয়, সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন দাখিল বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে এ পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) অফিস আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমসহ কমিটির অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিল বৈষম্যবিরোধী হজ এজেন্সিসের মালিকরা। এর প্রেক্ষিতে হাব নেতারা কোনো সদুত্তর দিতে না পারায় কমিটি বাতিল করে সরকার।
অফিস আদেশে বলা হয়েছে, হাব বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। বৈষম্যবিরোধী হজ এজেন্সিস মালিক, মেসার্স এস আর ট্রেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ইস্ট বাংলা হজ সার্ভিস লিমিটেড এবং আল নাফি ট্রাভেলসের পৃথক অভিযোগের বিষয়ে হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা সন্তোষজনক জবাব দিতে পারেননি।
কার্যনির্বাহী কমিটি তাদের সার্বিক কার্যক্রমে সাধারণ সদস্যদের সঙ্গে সমন্বয় করে সম্পাদন করতে পারছে না। হাবের চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের হজ ব্যবস্থাপনায় বর্তমান কার্যনির্বাহী কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) অনুযায়ী- ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না মর্মে প্রতীয়মান হয়।
সংগঠনের চলমান অস্থিরতা ও অসন্তোষ দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.