চট্টগ্রামের হাটহাজারী- নাজিরহাট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল (২৯) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) রাতে নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র।
জানা যায়, বিগত ১৫ দিন পূর্বে তিনি মধ্যপ্রচ্যের সারজা থেকে বাড়িতে ছুটিতে আসে। আগামী ১৯ অক্টোবর তিনি মধ্যপ্রাচ্যের সারজায় চলে যাওয়ার কথা ছিল। পাঁচ ভাইয়ের মধ্যে জুয়েল সবার ছোট।
জুয়েলের নিকট আত্মীয় মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. আবদুল সালাম জানান, গতকাল রবিবার রাতে তার এক আত্মীয়কে মোটরসাইকেল করে নাজিরহাট মহাসড়কের মুহুরীহাট বাজারে নামিয়ে দিতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিকে থেকে এসে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে সে মারাত্মক ভাবে আহত হয়। উপস্থিত লোকজন ও তার স্বজনেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.