চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় তরুণদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ৬ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (১২ অক্টোবর) মধ্যরাতে নগরীর বাকলিয়ার ১৮ ও ১৯ ওয়ার্ডের তরুণরা মুখোমুখি হলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কুমিল্লার মুরাদনগর এলাকার জুল মিয়ার ছেলে মো. সোহেল (২৪), কুমিল্লার হোমনা থানাধীন রঘুনাথপুর এলাকার মৃত ফিরোজ সরকারের ছেলে মো. আরিফ (২১), চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকার নজির আহমদের ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (২৬), চট্টগ্রাম আনোয়ারা উপজেলার মলগড় এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মোহাম্মদ তৌহিদুল ইসলাম (২০), চাক্তাই কলাবাগিছা এলাকার মৃত মিয়ার ছেলে মোহাম্মদ ইমন (২২), ভোলা জেলার লালমোহন থানাধীন রাইচা এলাকার মো. হানিফের ছেলে মো. শহিদুল ইসলাম (২৮)। তারা সবাই বাকলিয়া এলাকায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতিয়ার উদ্দিন। তিনি জানান, দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটির জেরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ছয়জনকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.