দেশ পরিচালনায় অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ‘বিএনপির ভূমিকা প্রতিপাদ্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আলাল বলেন, বর্তমান সরকারের কারও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। দেশ পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে বিএনপির।
তাই অভিজ্ঞদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
এ সময় সভায় উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন সব সময় রয়েছে। কারণ এ সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে পুরো জাতি।
ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে জানিয়ে গয়েশ্বর বলেন, শুধু ছাত্রদের এ আন্দোলনে আলাদা ক্রেডিট দেওয়ার সুযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.