নগরীর পাহাড়তলী থানাধীন রাস্তার পাশ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে রানী রাসমনী ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।পাহাড়তলী থানা উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাস্তার পাশে পিছন থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মরদেহটির আনুমানিক বয়স ৪৫ বছর হতে পারে। শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.