নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে আজও সড়ক অবরোধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে সিভাসু শিক্ষার্থীরা। এতে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও।
বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। তাদের এক দফা দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রইচ উদ্দিন জনান, নিজ প্রতিষ্ঠান থেকে ভিসি নিয়োগের দাবিতে সিভাসু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতদিন ক্যাম্পাসের ভেতরেই আন্দোলন করে তারা। আজ তারা সড়ক আবরোধ করে আন্দোলন করছিল কিন্তু লোকাল থানার ওসি, সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের অনুরোধে শিক্ষার্থীরা সড়কের এক পাশে আন্দোলন করে। এতে যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়নি।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.