কক্সবাজারের টেকনাফে ট্রলারযোগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় টেকনাফের জাহাজপুরা এলাকা থেকে এসব রোহিঙ্গা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট সাগর দিয়ে ট্রলারযোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে। উদ্ধার রোহিঙ্গাদের ব্যাপারে উর্ধ্বতনদের অবহিত করা হয়েছে। এসব রোহিঙ্গাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তবে উদ্ধার রোহিঙ্গারা বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রয়েছে বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
উদ্ধার রোহিঙ্গারা জানায়- তারা মিয়ানমার থেকে ১০ হাজার টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.