চন্দনাইশে বিপরীতমুখী দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য দুই বাসের প্রায় অর্ধশতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেলেও কমপক্ষে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাশিমপুর বড়পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় উদ্ধারকারীরা জানায়, বিকেল ৪টার সময় চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনের একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখা শাহ আমিন পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে শাহ আমিন বাসটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। সংঘর্ষে চালকসহ কমপক্ষে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন পেকুয়ার আবু ইউসুফের ছেলে শাহ আমিন বাসের চালক মো. আলাউদ্দীন (৪০), চন্দনাইশের দোহাজারী পৌরসভার অমিত কুমার নাথ (২০), চকরিয়া হারবাং এলাকার বাবুল নাথ (৭১), সাতকানিয়ার মরফলা এলাকার মিশু দাশ (৩২), একই এলাকার রাসেল কান্তুি দাশ (৪২), বাজালিয়ার মো. আবু নাঈম (৫৩)। তাদের মধ্যে শাহ আমিন বাসের চালক আলাউদ্দীনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.