কর্ণফুলী টানেলে কর্মরত শ্রমিক কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তারা।
পরে টানেলের পতেঙ্গা প্রান্তে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) অফিসে কর্মকর্তাদের সাথে দেখা করে তাদের দাবি পেশ করেন। তবে বিক্ষোভ চলাকালে টানেলে গাড়ি চলাচলে কেউ বাঁধা দেয়নি।
শ্রমিক কর্মচারীরা জানান, টানেলে ছয়টি সেকশনে কয়েকশ লোক কর্মরত আছেন। নিয়মানুযায়ী বছর শেষে তাদের বেতন বৃদ্ধিতে বৈষম্যের সৃষ্টি হওয়ায় তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোন সুরাহা হয়নি।
কারো বেতনের ৫ শতাংশ বৃদ্ধি করেছে আবার কারো ১০ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। এই বৈষম্য দূর করতে তারা আজ বিক্ষোভ করেছে।
বিষয়টি স্বীকার করে টানেলের ওয়ার্কসপ সেকশনের ম্যানাজার মঈনুল ইসলাম জানান, বেতন নিয়ে অসন্তোষের কারনে তারা বিক্ষোভ করেছে, পরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কর্মকর্তাদের সাথে শ্রমিক কর্মচারীরা দেখা করে তাদের দাবি জানিয়েছে। টানেলে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.