চলমান যুদ্ধ পরিস্থিতিতে লেবানন প্রবাসীদের জন্য জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী তাদের আগামী ১১ অক্টোবরের মধ্যে বৈরুত দূতাবাসে আবেদন করতে হবে।
বুধবার (০৯ অক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ‘স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য’ সংগ্রহ করা হচ্ছে। দূতাবাসের ফেসবুকে প্রদত্ত নির্ধারিত ফরম ডাউন লোড করে/হার্ডকপি সংগ্রহ করে আগামী ১১ অক্টোবর, রাত ১২টার মধ্যে পূরণকৃত ফরম জমা করতে হবে।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো অথবা বৈরুতের দাওরায় ইসমাইলের দোকান হতে ফরম সংগ্রহ এবং জমা করা যাবে। ই-মেইল নম্বর- [email protected] এ পূরণ করা ফরম পাঠানো যাবে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.