জুলাই-আগস্ট গণহত্যা ও শহীদ আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলার পর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তাকে ২৮ নভেম্বর আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদি হয়ে এই আবেদন করেন। বাদির জবানবন্দি রেকর্ড শেষে মামলার আবেদন গ্রহণ করা হয়।
মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধানকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারের প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়। সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.