খাগড়াছড়িতে সোহেল রানা নামে এক স্কুল শিক্ষককে গণপিটুনিতে হত্যাকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার সময় কেএসটিসি নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুরের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ মামলায় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কল্যানী চাকমা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, গত ১ অক্টোবর সহিংসতা চলাকালে জেলা শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি নামে ডায়াগনস্টিক সেন্টার ও ভাংচুর ও লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.