গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার বলেছে, কেন্দ্রীয় দেইর আল-বালাহতে একটি মসজিদ-আশ্রয় কেন্দ্রে ইসরাইলি হামলায় ২১ জন নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা হামাসকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে।
গাজা থেকে এএফপি জানায়, সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ‘আল-আকসা মারটাইর হসপিটালের’ গেটের সামনে বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া এক মসজিদে দখলদার বাহিনীর (ইসরাইল) বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ ও বিপুল সংখ্যক লোক এতে আহত হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা মসজিদে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনারত কিছু সংখ্যক হামাসের উপর একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.