চমেক হাসপাতাল থেকে ২ দালাল গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের মৃত সুনীল দত্তের ছেলে কার্তিক দত্ত (৪০) ও বাঁশখালীর সাধনপুর ইউপির মৃত অনিল দাশের ছেলে উত্তম দাশ (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগ থেকে গ্রেপ্তার দুই দালালকে আদালতে সোপর্দ করা হয়েছে।