সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
রোববার (৬ অক্টোবর) বিকেলে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শনিবার (১৩ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গা উৎসবে বন্দরের সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপরেই রয়েছে লক্ষ্মীপূজা। সেই উপলক্ষে আগামী ১৬ ও ১৭ অক্টোবর বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। আগামী ১৯ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমরাও আজ রোববার তাদের এ বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছি।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, শারদীয় দুর্গা উৎসব ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে- বরফায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও বিভিন্ন খাদ্যসামগ্রী।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.