চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতকানিয়ার দক্ষিণ চরতি গ্রামের মৃত খোগেন্দ্র দাসের ছেলে বাদল দাস (৫১), সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার মধ্যম সলিমপুরের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন (৩৫) এবং নোয়াখালীর সোনাইমুড়ি থানার নাটেশ্বর হাজী বাড়ির মৃত খেফায়েত উল্ল্যাহর ছেলে মোশারফ হোসেন (৩৪)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তিন ব্যক্তি। তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। তাদের আটকের পর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.