প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ
ডিবিতে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না:ডিবি প্রধান
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে “আয়নাঘর ও ভাতের হোটেল” থাকবে না বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে তিনি এ কথা বলেন।
ডিবি প্রধান রেজাউল করিম বলেন, “ডিবি কার্যালয়ে কোনও আয়নাঘর থাকবে না। বিগত সময়ের মতো ডিবি কার্যালয়কে ভাতের হোটেলও বানানো হবে না। এটি একটি আস্থার জায়গা। যেকোনও ভুক্তভোগীই আমাদের সহায়তা পাবেন।”
তিনি আরও বলেন, “ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে। এখানে মানুষ ন্যায় বিচার পাবে। ডিবিতে কোনও নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনও ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন, সে বিচার পাবে। গ্রেপ্তার আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনে আর যেন কেউ আতঙ্কিত না হয়, শুধু আসামিরাই যেন ভয় পায়।”
রেজাউল করিম বলেন, “বিগত সময়ে উচ্চাভিলাসী কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র-জনতার অভ্যুত্থান ও বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ-সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখে পুলিশ বাহিনী কখনও দাঁড়ায়নি। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইজিপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মতৎপরতায় ডিএমপির সব থানা ও ডিবির কার্যক্রম পুরোদমে সচল হয়েছে।”
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে নিযুক্ত হন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.