বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা ভাঙচুরের ঘটনা অবাঞ্ছিত বলে মনে করে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশে দুর্গাপূজার মণ্ডপে হামলা ‘অনাকাঙ্ক্ষিত’ এবং সামাজিক সম্প্রীতির বিষয়ে সঠিক বার্তা দেয় না।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক আক্রমণ এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোথাও কোথাও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটছে। এ বিষয়ে শুক্রবার প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। আশা করি, সেই সুরক্ষা সংখ্যালঘুদের দেওয়া হবে। তিনি বলেন, দুর্গাপূজার মণ্ডপে হামলার বিষয়টি বাংলাদেশের আমাদের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে দেখা উচিত। রণধীর জয়সোয়াল বলেন, মূর্তি ভাঙার মতো ঘটনা মোটেই অভিপ্রেত নয়। এই উৎসব সামাজিক সম্প্রীতি রক্ষার কথাই বলে। এ ধরনের ঘটনা একেবারেই সঠিক বার্তাবহ নয়।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমানকে দেশে ফেরত নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ককে জটিল করে তুলতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতিকদের ফিরিয়ে নেওয়া একটি দেশের অভ্যন্তরীণ বিষয়।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সার্কের নতুন করে পরিচালনার কথা বলেছেন। সার্কের বিষয়ে ভারতের অবস্থান কী, তা জানতে চাইলে মুখপাত্র বলেন, আমরা আঞ্চলিক সহযোগিতা এবং যোগাযোগে যথেষ্ট গুরুত্ব দিই। এ কারণে আমরা বিমসটেককে গুরুত্ব দিয়েছি। সার্কের বিষয়ে আমরা আঞ্চলিক সহযোগিতা চাই তবে আপনারা জানেন যে, এর অধীনে আঞ্চলিক সহযোগিতা কেন অগ্রগতি হয়নি।
সার্কের অপ্রাসঙ্গিক হওয়ার জন্য নাম উল্লেখ না করে পাকিস্তানকে দায়ী করলেও ১৫ ও ১৬ অক্টোবর সে দেশে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ব্রিফিংয়ে এ খবর জানান জয়সোয়াল। প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেখানে পাকিস্তানি নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে কি না কিংবা দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহ পাকিস্তানি নেতৃত্ব দেখিয়েছে কি না, তা এখনো ঠিক হয়নি। তাই এখনই কিছু বলা যাবে না। প্রয়াত সুষমা স্বরাজ ভারতের শেষ পররাষ্ট্রমন্ত্রী, যিনি পাকিস্তানে গিয়েছিলেন ২০১৫ সালে।
২০১৬ সালের সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে ভারতের সেনা ক্যাম্পে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার পর থেকে সার্ক সভা এবং শীর্ষ সম্মেলন স্থগিত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.