হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অনেক দিন ধরেই একা জীবন উপভোগ করছেন তিনি। অভিনেতা ব্রাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর তাকে নতুন কোনো সম্পর্কে জড়াতে দেখা যায়নি। তবে গুঞ্জন ছিল নতুন প্রেমে মজেছেন এ তারকা। এবার সেই গুঞ্জন যেন আরও বেড়ে গেল। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নতুন প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছেন জোলি।
হলিউড এই অভিনেত্রীর নতুন প্রেমিকের নাম আকালা। তিনি একজন ব্রিটিশ র্যাপার ও পলিটিকাল অ্যাকটিভিস্ট। হলিউডভিত্তিক একাধিক গণমাধ্যমে জোলির সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ করা হয়েছে। যদিও এটাকে শুধুই বন্ধুত্ব দাবি করেছিল জোলির এক কাছের সূত্র। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে আকালার ছবি প্রকাশ্যে আনা এবং নিউইয়র্কে তাদের বেশ কয়েকবার একসঙ্গে দেখতে পাওয়ার পর বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে দুজনেই এ বিষয়ে এখনো মুখ খুলেননি।
নিউইয়র্ক সিটিতে নিজস্ব ফ্যাশন প্ল্যাটফর্ম ‘অ্যাটেলিয়ার জোলি’র একটি তারকা খচিত ইভেন্টের আয়োজন করেছিলেন ৪৯ বছর বয়সী জোলি। সেখানেই উপস্থিত ছিলেন ৪০ বছর বয়সী আকালা।
এর মাত্র দুই দিন আগে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে জোলির ‘মারিয়া’ সিনেমার প্রিমিয়ার হয়। সেখানেও অভিনেত্রীকে সঙ্গ দিয়েছেন আকালা।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.