৯৭তম অস্কারে যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র “বলী”। যার ইংরেজি নাম “দ্য রেসলার”। সিনেমাটি অস্কার আয়োজনে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে।
সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শামস।
এর আগে কোরিয়ার নামকরা বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের (২০২২) নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছিল “বলী”।
অস্কার বাংলাদেশ কমিটি জানায়, সেপ্টেম্বর মাসে ৯৭তম অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের আহ্বান করা হয়। সেখানে “বলী” সিনেমাটি জমা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাতে সিনেমাটি দেখার পর বাংলাদেশ অস্কার কমিটি চূড়ান্ত করে।
কানাডা থেকে পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “বাংলাদেশের অস্কার কমিটি বলীকে গুরুত্বের সঙ্গে নিয়েছে, সে জন্য তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা অস্কার জিতব কি-না, জানি না। হয়তো জিতব না। তবে বছরের অন্য দশটা সেরা সিনেমার চেয়ে পিছিয়ে, এটাও মনে করি না।”
তিনি আরও বলেন, “বলীতে নাসির উদ্দিন খানের অভিনয় আমার চোখে এ বছরের সেরা। প্রিয়াম, ইতমাম, এনজেল—সবাই এককথায় অসাধারণ।”
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা “বলী”। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগর পাড়ের এক ক্ষেপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০২২ সালের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেই শাখাগুলোরই একটি।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.