রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল মতিন, সাবেক মেট্রোপলিটান পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ ১৪ জনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রংপুর মেট্রোপলিটান আদালত ২ এর বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে ১৪ আসামির দেশত্যগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।
আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী আদালতে বলেন, “চাঞ্চল্যকর এই মামলায় ২ আসামি এএসআই আমীর আলী ও কনেস্টবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন ঢাকায় অন্য মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন। কিন্তু সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, ডিসি ক্রাইম মারুফ হোসেন সহ অন্য ১৪ জনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারে নাই। আসামীরা যেকোনো সময় দেশত্যাগ করে চলে যেতে পারে। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করছি।”
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে বেরোবির অন্যতম সমন্বয়ক আবু সাঈদকে গুলি করে হত্যা করে পুলিশ। এ ঘটনায় ১৮ আগস্ট নিহতের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটান আদালতে ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় যে ১৭ জনকে আসামি করা হয়েছে তারা হলেন, এএসআই আমীর আলী, কনেস্টবল সুজন চন্দ্র রায়, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার আরিফুজ্জামান, আল ইমরান হোসেন, মেট্রোপলিটান পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন, বেরোবি প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, বেরোবির গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মণ্ডল, বেরোবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভুতি ভুষণ রায়, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শাহফুজ, রংপুর মেট্রোপলিটান পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.