কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে। খবর পেয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মুবীনপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ।
স্থানীয়রা জানান- চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সের এই বৃদ্ধ নিহত হন। তবে নিহত ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিঁনি বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পৌঁছানো হলে নিহতের লাশ উদ্ধারের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.