সামাজিক সংগঠন "শুদ্ধ বৃত্ত" এর পক্ষে হতে বখতিয়ার সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। যা আনোয়ারা উপজেলাধীন ১ নং বৈরাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ড উত্তর বন্দর এর চাঁদ সওদাগর দিঘির উত্তর পশ্চিম পাশে বখতিয়ার সড়ক নামে পরিচিত। উক্ত সড়ক দিয়ে মেরিন একাডেমী উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সহ উত্তর বন্দর ও বদলপুরা গ্রামের হাজার হাজার লোকজন আসা যাওয়া করে।
এলাকাবাসির অভিযোগ বৃষ্টি ও বর্ষার মৌসুমে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পরে। জনপ্রতিনিধিদের নজর না থাকায় এই সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবিক দিক বিবেচনায় স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে অংশ গ্রহণ করে।
এবিষয়ে সংগঠনটির আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মোঃ হামিদুল ইসলাম (হিরু) বলেন, মানবিক কার্যক্রমের অংশ হিসাবে আমরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করছি, আমরা লোকদের যাতায়াত সুবিধার জন্য এবং মানবিক বিবেচনা করে রাস্তা করতে চেষ্টা করছি।
স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে অংশগ্রহণ করেন, তাইজুল ইসলাম, তাহের ইস্পাক, জিতু, রিয়াদ, মাহিম, অভি সহ সামাজিক সংগঠন "শুদ্ধ বৃত্ত" এর সকল সদস্যবৃন্দ
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.