প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ১:২৮ অপরাহ্ণ
শনিবার থেকে ফের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক
রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার। আগামী শনিবার (৫ অক্টোবর) ধারাবাহিকভাবে সংলাপ শুরু হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করা জানানো হবে। এর আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন প্রধান উপদেষ্টা।
বুধবার (২ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “উপদেষ্টামণ্ডলী এর আগে দুই দফায় দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে রাজনীতিক দলগুলোর সৈঙ্গে আবারও আলোচনা করবেন।”
আলোচনায় উপদেষ্টামণ্ডলী গঠিত ছয়টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে বলে জানান শফিকুল আলম।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.