আজ ট্রাফিক উত্তর বিভাগের কর্মকতা, ট্রাফিক সদস্য ও সকল অফিস কর্মচারীদের সাথে বছরের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন ডিসি ট্রাফিক (উত্তর ) অ্যাডিশনাল ডি আই জি জয়নুল আবেদিন।
এই সময় উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক ( উত্তর )কীর্তিমান চাকমা, এসি ট্রাফিক (উত্তর )আসিফ মাহমুদ গালিব, টি আই এডমিন মোঃ কামাল হোসেন , টি আই মোঃ আলমগীর হোসেনসহ উত্তর বিভাগের সকল টি আই ও ট্রাফিক উত্তর বিভাগের সকল সদস্যদের মাঝে বছরের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.