চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সিনিয়র সহ সভাপতি রুবেল খানের শিশু কন্যা রাফিদা খান রাইফা হত্যা মামলায় আদালতে আসামীদের বিরূদ্ধে চার্জ গঠনের সন্তুষ্টি প্রকাশ করেছে সিইউজে। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
এক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ছয় বছর আগে ২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতার কারণে সাংবাদিক মোহাম্মদ রুবেল খানের আড়াই বছরের শিশু কন্যা রাফিদা খান রাইফা মারা যায়। এ ঘটনায় যথাসময়ে মামলা দায়ের করা হলেও তদন্তকারী সংস্থাগুলো তদন্ত প্রতিবেদন দিতে দীর্ঘ দিন গড়িমসি করে এবং তদন্ত কার্যক্রম ভিন্ন খাতে নিয়ে যাবার অপচেষ্টা চলে। এ নিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালনের পর গত ২৫ মার্চ তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলায় চার চিকিৎসককে অভিযুক্ত করে চার্জশীট দেয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালতে আসামীদের বিরূদ্ধে চার্জ গঠন করা হয়।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন বলে সাংবাদিক সমাজ আশা করে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.