বান্দরবানের রুমা, থানচি ও রাঙামাটি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে গ্রেফতার হওয়া জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩১ জন সদস্যকে ৪টি মামলায় জামিন দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মসলেহ উদ্দিনের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট মো: ইকবাল করীম।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য কুমিল্লার দিদার হোসেন (২৫), নারায়নগঞ্জের আল আমীন, ঢাকা কামরাঙ্গীচরের সাইনুন রায়হান, সিলেট বিয়ানিবাজারের তাহিয়াদ চৌধুরী পাভেল (১৯), সিলেটের মো: লোকমান মিয়া (২৩), কুমিল্লা লাকসামের ইমরান হোসেন শান্ত (৩৫), ঝিনাইদহের মো: আমির হোসেন (২১), বরিশালের মো: আরিফুর রহমান, ময়মসিংহের শামিম মিয়া (২৪), কুমিল্লা সদরের মোঃ আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগী এলাকাকার মোঃ সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), পটুয়াখালী সদরের মোঃ আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লা লাঙ্গলকোট এলাকার মোঃ জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক (২৭), পটুয়াখালী সদরের মোঃ মিরাজ হোসেন ওরফে দোলন, মুন্সিগঞ্চ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালী মহিপুরের মোঃ ওবাইদুল্লাহ (২০), পটুয়াখালী মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ (২৭), টাইঙ্গাইল ধানবাড়ীর মোঃ ইলিয়াছ রহমান (৩২), ঝালকাঠি সদরের মোঃ হাবিবুর রহমান (২৩), কুমিল্লা সদরের মোঃ সাখাওয়াত হোসেইন @মাবরুর @রিসিং (২১), বরিশাল কোতয়ালীর মোঃ আব্দুস সালাম রাকি @দুমচুক রাসেল (২৮), কুমিল্লা লাকসামের যোবায়ের আহমদ (২৯), পটুয়াখালীর মোঃ শামীম হোসেন (২৬), হবিগঞ্জ জেলার তাওয়াবুর রহমান সোহান (২০), বরিশালের মাহমুদ ডাকুয়া (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২), জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট মো: ইকবাল করীম জানান, র্যাবের জঙ্গী বিরোধী অভিযানে গ্রেফতার হওয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য ৩১ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।
রাঙামাটি, সদর ও থানচি, রুমা থানায় র্যাবের দায়ের করা ৪টি মামলায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে আসামিদের আদালতে হাজির করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.